You are currently viewing কাঁচা আমের শরবত

কাঁচা আমের শরবত

কাঁচা আমের শরবত ইফতারের টেবিলে একটি আদর্শ পানীয়, যা ক্যারোটিন ও ভিটামিনসমৃদ্ধ।

বানাতেও ঝামেলা নেই একদম। দারুণ টেস্ট এবং রিফ্রেশিং!

  • উপকরণ
    • কাঁচা আম 1.5 কাপ
    • চিনি 4 টেবিল চামচ
    • পুদিনা পাতাকুচি 1 টেবিল চামচ
    • কাঁচা মরিচ 1 টি
    • লেবুর রস 2 টেবিল চামচ
    • লবণ 1 চা–চামচ
    • বিটলবণ ½ চা–চামচ
    • সামান্য জিরাগুঁড়া এবং সামান্য গোলমরিচের গুঁড়া।

ব্লেন্ডারে নিয়ে সবকিছু ব্লেন্ড করে এক গ্লাস পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। হয়ে যাবে টক-ঝাল-মিষ্টি কাঁচা আমের শরবত।

Leave a Reply